How To Connect Wi-Fi In Mobile Without Password? (কিভাবে পাসওয়ার্ড ছাড়াই মোবাইলে ওয়াইফাই কানেক্ট করতে হয়?)
কিভাবে Password ছাড়া WiFi কানেক্ট করবেন?
WPS ব্যবহার করে - রাউটারের WPS Enable থাকলে এইভাবে ওয়াইফাই কানেক্ট করবেন। (WPS Stands for Wi-Fi Protected Setup)
- প্রথমে আপনার মোবাইলের Settings অপশনটি ওপেন করুন।
- এরপর নেটওয়ার্ক থেকে Wi-fi সিলেক্ট করুন।
- এরপর নিচের দিকে Additional Settings সিলেক্ট করুন।
- Connect by WPS Button সিলেক্ট করুন। এটি সিলেক্ট করার ৩০ সেকেন্ড পর্যন্ত আপনার কাছে সময় থাকবে Wi-Fi কানেক্ট করার।
- এরপর আপনার Router এর পেছনের দিকে একটি ছোট বাটন থাকবে যেটি WPS বাটন। এটিতে কমপক্ষে ১০সেকেন্ড চেপে ধরুন।
- এরপরে আপনার মোবাইলে সেই Wi-Fi নেটওয়ার্কটি কানেক্ট হয়ে যাবে।
- আপনি ইচ্ছা করলে সেই WI-FI নেটয়ার্কের পাসওয়ার্ড বের করতে পারবেন। এইজন্য আপনার ব্রাউজার অপশনে গিয়ে এড্রেস বার এ 192.168.0.1 বা 192.168.1.1 এটি লিখে সার্চ করুন।
- এরপর সেই রাউটার কোম্পানির গেটঅয়ের ইন্টারফেজ আসবে। সেখানে Username ও Password অপশনে admin লিখে চেষ্টা করে দেখুন।
- এরপরে ADVANCED অপশন এ গিয়ে বামপাশের প্যানেল বার থেকে Wireless এ চাপ দিলে Wireless Settings অপশন আসিবে,সেটিতে ক্লিক করুন।
- এরপর বামপাশে দেখিবেন Wi-fi Password এর অপশন। সেখান থেকে দেখে নিতে পারেন।
এইভাবে আপনি কোনো ওয়াইফাই নেওটয়ার্ক কানেক্ট করে দেখতে পারেন।
আরোও পড়ুন - সাইবার সিকিউরিটি কি? এর মধ্যে কি রয়েছে?
No comments:
Post a Comment