How To Connect Wi-Fi Without Password? | কিভাবে পাসওয়ার্ড ছাড়াই মোবাইলে ওয়াইফাই কানেক্ট করতে হয়? | Pc Tricks BD - Pc Tricks BD

Latest

Tech tricks | Pc tricks and ideas | Shortcut windows tricks | Shortcut computer tricks | Online earning | Easy online earning at home | Micro job | Freelancing | Learn Micro job and earn money | Different kinds of media and news | Cyber security | Here you will get many shortcut tech and tricks

AD BANNER 728X90

Friday, August 19, 2022

How To Connect Wi-Fi Without Password? | কিভাবে পাসওয়ার্ড ছাড়াই মোবাইলে ওয়াইফাই কানেক্ট করতে হয়? | Pc Tricks BD

How To Connect Wi-Fi In Mobile Without Password? (কিভাবে পাসওয়ার্ড ছাড়াই মোবাইলে ওয়াইফাই কানেক্ট করতে হয়?)


আমি দেখাবো কিভাবে নিশ্চিন্তে মোবাইলে পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই কানেক্ট করতে পারবেন।

Note: This is just for educational purpose only!! This site is not responsible for any kind of illegal activity.


how to connect wifi without password, পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই কানেক্ট করুন, পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই কানেক্ট করার পদ্ধতি, WPS, WiFi, কিভাবে পাসওয়ার্ড  ছাড়াই  মোবাইলে  ওয়াইফাই কানেক্ট করতে হয়, connect wifi easily
Connect Wi-Fi Without Password

 

প্রায় সব WiFi নেটওয়ার্ক পাসওয়ার্ড প্রোটেক্টেড হলেও, প্রায় রাউটার প্রস্তুতকারী কোম্পানি অন্য কিছু উপায়ে পাসওয়ার্ড ছাড়াই কানেক্ট করতে পারবেন। তবে কারো অনুমতি ছাড়া তার ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করলে আইনি সমস্যা হতে পারে তাই তার অনুমতি নিয়েই ওয়াইফাই ব্যবহার করুন। (Free WiFi Connect to device)

কিভাবে Password ছাড়া WiFi কানেক্ট করবেন?

WPS ব্যবহার করে - রাউটারের WPS Enable থাকলে এইভাবে ওয়াইফাই কানেক্ট করবেন। (WPS Stands for Wi-Fi Protected Setup)


  • প্রথমে আপনার মোবাইলের Settings অপশনটি ওপেন করুন।
  • এরপর নেটওয়ার্ক থেকে Wi-fi সিলেক্ট করুন।
  • এরপর নিচের দিকে Additional Settings সিলেক্ট করুন।
  • Connect by WPS Button সিলেক্ট করুন। এটি সিলেক্ট করার ৩০ সেকেন্ড পর্যন্ত আপনার কাছে সময় থাকবে Wi-Fi কানেক্ট করার।
  • এরপর আপনার Router এর পেছনের দিকে একটি ছোট বাটন থাকবে যেটি WPS বাটন। এটিতে কমপক্ষে ১০সেকেন্ড চেপে ধরুন।
  • এরপরে আপনার মোবাইলে সেই Wi-Fi নেটওয়ার্কটি কানেক্ট হয়ে যাবে।
  • আপনি ইচ্ছা করলে সেই WI-FI নেটয়ার্কের পাসওয়ার্ড বের করতে পারবেন। এইজন্য আপনার ব্রাউজার অপশনে গিয়ে এড্রেস বার এ 192.168.0.1 বা 192.168.1.1 এটি লিখে সার্চ করুন।
  • এরপর সেই রাউটার কোম্পানির গেটঅয়ের ইন্টারফেজ আসবে। সেখানে Username Password অপশনে admin লিখে চেষ্টা করে দেখুন।
  • এরপরে ADVANCED অপশন এ গিয়ে বামপাশের প্যানেল বার থেকে Wireless এ চাপ দিলে Wireless Settings অপশন আসিবে,সেটিতে ক্লিক করুন।
  • এরপর বামপাশে দেখিবেন Wi-fi Password এর অপশন। সেখান থেকে দেখে নিতে পারেন।

এইভাবে আপনি কোনো ওয়াইফাই নেওটয়ার্ক কানেক্ট করে দেখতে পারেন।





আরোও পড়ুন - সাইবার সিকিউরিটি কি? এর মধ্যে কি রয়েছে?

No comments:

Post a Comment

কীভাবে কম্পিউটারে কোনো সফটওয়্যার ডিলিট বা আনইন্সটল করতে হয়?

 আজ আমি দেখাবো কীভাবে আপনারা আপনার কম্পিউটার এর যেকোনো এপ্স বা সফটওয়্যার অতি সহজেই আনইন্সটল করবেন নিচে পর্যায়ক্রমে বর্ণনা করা হলোঃ ১) প্রথমে...