আজ আমি আপনাদের বলবো ব্লগ সাইট কি? (What is a Blog Site?)
ব্লগ সাইট কি? |
আমরা অনেকেই ব্লগ (Blog) নামক শব্দটির নাম শুনেছি। কিন্তু অনেকেই এটার সম্বন্ধে বিস্তারিত জানি না। আজ আমি আপনাদের সঙ্গে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
আমরা যখন কোনো কিছুর সম্পর্কে জানার জন্য গুগলে গিয়ে সে সম্পর্কে সার্চ করি তখন আমাদের সামনে নানা ধরণের ওয়েবসাইট, নানা ধরণের লেখালেখি শো করে। এরপর আমরা আমাদের মনমতো লেখার উপর ক্লিক করে সেটার ভিতরে যেয়ে আরও বিস্তারিত আলোচনা দেখি। এগুলোই হলো একেকটি ব্লগ (blog)। একেকটি আর্টিকেল (Article)। এই যেমন আমি নিজেই যেই লেখাগুলো আপনাদের সাথে এখন শেয়ার করার জন্য লিখছি এটিও একটি ব্লগ।
এসব ব্লগ বা ফ্রি ওয়েবসাইট তৈরি করার জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় দুটি সাইট রয়েছে। একটি হলো ব্লগার ডট কম (blogger.com) । অন্যটি হলো ওয়ার্ডপ্রেস (wordpress)। কিন্তু ওয়ার্ডপ্রেস এর চেয়ে ব্লগার ডট কম এ সহজে কাজ করা যায় বেশি। এর মাধ্যমে আপনি ফ্রিতে ওয়েবসাইট তৈরি করে আপনার নানা কাজে ব্যাবহার করতে পারবেন। আপনি যদি কোনো লেখক হন, আপনি চাইলে মুহূর্তের মধ্যেই www.blogger.com এ যেয়ে আপনার মনমতো নাম দিয়ে একটি ফ্রি ব্লগ সাইট খুলে আপনার লেখাগুলো অনলাইনে ইন্টারনেট জগতে অন্যদের সাথে শেয়ার করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনার একদম কপিরাইট ছাড়া সম্পূর্ণ নিজের কন্টেন্ট লিখে সেটি পাবলিশ করতে হবে। নতুবা আপনাকে কপিরাইট মামলা দেওয়া হতে পারে। কীভাবে আপনারা এই সাইট থেকে একটি ফ্রি ওয়েবসাইট/ ব্লগ সাইট খুলবেন ও সেখানে লেখালেখি করবেন সে সম্পর্কে আমি পরবর্তীতে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে আসবো।
অতএব আর দেরি না করে এখনই blogger.com থেকে আপনার সাইট খুলে লেখালেখি শুরু করে দিন।
আরও দেখুনঃ সাইবার সিকিউরিটি কি? এর মধ্যে কি কি রয়েছে?
No comments:
Post a Comment