যেভাবে অতি সহজে আপনি আপনার ডেক্সটপ কম্পিউটার বা ল্যাপটপ এর কোনো ফাইল/ফোল্ডার/ছবি হাইড করবেন-
১) প্রথমে আপনি আপনার কম্পিউটার এর যেই ফোল্ডারটি হাইড করতে চান সেটির উপর মাউস দিয়ে ক্লিক করুন। এরপর মাউসের ডান পাশের বাটন ক্লিক করুন।
২) এরপর "Properties" লেখা অপশনে ক্লিক করুন।
৩) এরপর স্ক্রিনে যা আসবে সেটার একতু নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবেন "Read Only (Only applies to files in folder)" অপশনটি রয়েছে। এরপর সেটি আনসিলেক্ট করে তার নিচের "Hidden" অপশন এর উপর ক্লিক করতে হবে।
8) এরপর নিচের কোনায় "Apply" এ ক্লিক করে এরপর "Ok" তে ক্লিক করতে হবে। এরপর আবার Ok করতে হবে।
ব্যাস! আপনার ফোল্ডার হাইড হয়ে গিয়েছে। অনুরূপভাবে কোনো ফাইল বা ছবি বা কোনো ডকুমেন্টস হাইড করার ক্ষেত্রেও এই পদ্ধতি অবলম্বন করতে হবে।
No comments:
Post a Comment