কীভাবে ঘরে বসে ইনকাম করতে হয়? আপনি কীভাবে ঘরে বসেই ইনকাম করতে পারবেন (How to earn money at home easily) - Pc Tricks BD

Latest

Tech tricks | Pc tricks and ideas | Shortcut windows tricks | Shortcut computer tricks | Online earning | Easy online earning at home | Micro job | Freelancing | Learn Micro job and earn money | Different kinds of media and news | Cyber security | Here you will get many shortcut tech and tricks

AD BANNER 728X90

Sunday, July 31, 2022

কীভাবে ঘরে বসে ইনকাম করতে হয়? আপনি কীভাবে ঘরে বসেই ইনকাম করতে পারবেন (How to earn money at home easily)

 কীভাবে আপনি বর্তমান সময়ে অতি সহজেই আপনার ঘরে বসেই ইনকাম করতে পারবেন আজ সে সম্পর্কে একটি ধারণা দিবো

earn money online,মাইক্রোজব, online income, Micro Job, ফ্রিলেন্সিং ও আউটসোর্সিং, Freelancing & Outsourcing, কীভাবে ঘরে বসেই ইনকাম করতে পারবেন, কীভাবে ঘরে বসে ইনকাম করতে হয়? earning money from home, earning money at home easily, Freelancing, Microjob
কীভাবে ঘরে বসে ইনকাম করতে হয়?


বর্তমান বিশ্ব হলো তথ্য প্রযুক্তির বিশ্ব। দিন যতই যাচ্ছে ততো আমাদের এ বিশ্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বেড়ে চলেছে। ঠিক তেমনি আধুনিক বিশ্বের এই তথ্য প্রযুক্তির ব্যবহার করে মানুষ এখন নানা পেশার সাথে সংযুক্ত হয়ে যাচ্ছে। যার ফলে অনেকেই এখন বাসার বাহিরে না গিয়ে ঘরে বসেই আয়-রোজগার করে যাচ্ছে। এখন আপনারা বলতে পারেন কি সেই মাধ্যম? আমি সেই সম্পর্কে ছোট কিছু ধারণা দিচ্ছি।

ফ্রিলেন্সিং ও আউটসোর্সিং (Freelancing & Outsourcing): বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় পেশা হলো এই ফ্রিলেন্সিং ও আউটসোর্সিং। পুরো বিশ্বের প্রায় অনেক মানুষ এখন এগুলোকে পেশা হিসেবে বেছে নিচ্ছে। দিন যত যাচ্ছে ততো এ সেক্টরে নতুন নতুন মানুষ যোগ হচ্ছে এবং এর প্রতিযোগিতা দিন দিন বেড়েই চলেছে। নানা দেশের মানুষ এখন এ পেশায় যুক্ত হয়ে ঘরে বসেই তাদের দৈনন্দিন আয় শুরু করে দিয়েছেন। ঠিক তেমনি আমাদের দেশ থেকেও অনেক বড় বড় ফ্রিলেন্সার তৈরি হচ্ছে এবং অলরেডি আমাদের দেশের নামকরা বেশকিছু ফ্রিলেন্সার রয়েছেন যারা প্রতি মাসে ঘরে বসেই লাখ লাখ টাকা আয় করছেন এবং পাশাপাশি নতুনদের জন্য নানা ধরণের ট্রেনিং সেন্টার খুলে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থীকে তারা ফ্রিলেন্সিং শিখিয়ে সাবলম্বি করে তুলছেন। যার ফলে দেশের বেকারত্ব কমিয়ে আনা সম্ভব। ফ্রিলেন্সিং সেক্টরে নানা ধরনের কাজ রয়েছে। এদের মধ্যে জনপ্রিয় কিছু কাজ হলো- গ্রাফিক্স ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইনিং, কনটেন্ট রাইটিং, এসইও ইত্যাদি। এগুলোর কোনো একটি নির্দিষ্ট কাজ যদি আপনি ভালোভাবে শিখতে পারেন তবে আপনিও ঘরে বসেই ইনকাম করা শুরু করে দিতে পারবেন।

ফ্রিলেন্সিং এর জন্য বিশ্বব্যাপী কিছু জনপ্রিয় সাইট রয়েছে, যেখানে প্রতি মিনিটে নানা দেশের মানুষ একসাথে হয়ে কাজ করে যাচ্ছে। এদের মধ্যে কিছু জনপ্রিয় সাইট হলো-



এছাড়াও ফ্রিলেন্সিং ছাড়াও অনেক ছোট ছোট কাজ করেও ঘরে বসে টাকা ইনকাম করা যায়। যেগুলোকে বলে মাইক্রোজব (Micro job) বা মাইক্রোফ্রিলেন্সিং (Micro freelancing)

মাইক্রোজব (Micro Job): এমন বহু ওয়েবসাইট রয়েছে যেখানে প্রতিনিয়ত নানা মানুষ নানা ধরনের ছোট ছোট কাজ অন্যদের দ্বারা করিয়ে নিচ্ছে। এ ধরণের কাজগুলোকে বলে মাইক্রোজব। যার ফলে যারা ঘরে বসে ছোট ছোট কাজ করে আয় করতে চায় তারা এসব ওয়েবসাইটে একাউন্ট খুলে যুক্ত হয়ে এসব কাজ করছে। যার ফলে অনেকেই নিজের হাত খরচ নিজেই চালিয়ে যেতে পারছে। এ সংক্রান্ত বেশকিছু টিউটোরিয়াল আমি সামনে দিয়ে দিবো ইনশাআল্লাহ। আপাতত মাইক্রোজব এর জন্য আমাদের দেশে যেসব পপুলার সাইট রয়েছে আমি নিচে সেগুলোর নাম ও ওয়েবসাইট লিংক দিয়ে দিচ্ছি।




কম্পিউটার সম্বন্ধে শর্টকাট ট্রিক্স পেতে এখানে যানঃ  https://pctricksbdd.blogspot.com/search/label/Pc%20Tricks

No comments:

Post a Comment

কীভাবে কম্পিউটারে কোনো সফটওয়্যার ডিলিট বা আনইন্সটল করতে হয়?

 আজ আমি দেখাবো কীভাবে আপনারা আপনার কম্পিউটার এর যেকোনো এপ্স বা সফটওয়্যার অতি সহজেই আনইন্সটল করবেন নিচে পর্যায়ক্রমে বর্ণনা করা হলোঃ ১) প্রথমে...