আজ আমি দেখাবো কীভাবে অতি সহজেই দুই মিনিটের ভিতর গুগোল ক্রোম ব্রাউজারটি লক করে রাখতে পারবেন যাতে কেউ পাসওয়ার্ড ছাড়া সেখানে না প্রবেশ করতে পারে-
যেভাবে অতি সহজেই গুগল ক্রোম (Google Chrome) ব্রাউজার লক করে রাখতে হয়-
১) প্রথমে আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজার যেয়ে "Chrome locker" লিখে সার্চ করুন।
২) এরপর এই ওয়েবসাইটে প্রবেশ করুন- Chrome Locker। অতঃপর নিচের ছবিটির মতো আসবে।
২) এরপর এই ওয়েবসাইটে প্রবেশ করুন- Chrome Locker। অতঃপর নিচের ছবিটির মতো আসবে।
কীভাবে গুগল ক্রোম ব্রাউজার লক করতে হয়? |
৩) এরপর "Add to Chrome" লেখাটির উপর ক্লিক করুন।
৪) এরপর কম্পিউটারের উপরে "Add Extension" কথাটি লেখা আসলে সেখানে ক্লিক করুন।
৫) অতঃপর আপনার সামনে নিচের দেওয়া ছবির মতো একটি বক্স ওপেন হবে। এখানে আপনি আপনার ইচ্ছেমতো পাসওয়ার্ড লিখে Ok তে ক্লিক করুন। অতপর আপনার ক্রোম ব্রাউজারে সেই পাসওয়ার্ডটি সেট হয়ে যাবে এবং পরবর্তীতে যখনই আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন তখন আপনার সামনে পাসওয়ার্ড চাইবে এবং আপনার সেই সেট করা পাসওয়ার্ডটি সেখানে দিয়ে ব্রাউজারে ঢুকতে হবে।
কীভাবে ব্রাউজার লক করতে হয়? |
এভাবেই অতি সহজে আপনি আপনার ব্যাক্তিগত নিরাপত্তার জন্য আপনার ব্রাউজারটি লক/তালা মেরে রাখতে পারবেন যাতে অন্য কেউ সেখানে না ঢুকতে না পারে।
আজ এ পর্যন্তই। পরবর্তী আপডেট ও এরকম ট্রিক্স জানতে আমাদের সাইটে চোখ রাখুন এবং আমাদের সাথেই থাকুন।
আরও দেখুন- মাইক্রোজব এর মাধ্যমে ঘরে বসে ইনকাম করুন
No comments:
Post a Comment