আজ আমি দেখাবো কীভাবে আপনারা আপনার কম্পিউটার এর যেকোনো এপ্স বা সফটওয়্যার অতি সহজেই আনইন্সটল করবেন
নিচে পর্যায়ক্রমে বর্ণনা করা হলোঃ
১) প্রথমে আপনার কম্পিউটার এর হোম স্ক্রিনে দেওয়া সার্চ প্যানেলে গিয়ে "Control Panel" লিখুন। এরপর control panel আসলে Open লেখাটিতে ক্লিক করুন।
Screenshot-1 |
২) এরপর "Uninstall a program" এ ক্লিক করুন। নিচে এটির ছবি দেওয়া হলো।
Screenshot-2 |
৩) এরপর আপনার সামনে আপনার কম্পিউটারে থাকা সকল এপ বা সফটওয়্যার চলে আসবে। এরপর আপনি এদের মধ্যে যেই সফটওয়্যারটি সম্পূর্ণ ডিলিট বা আনইন্সটল করে ফেলতে চান সেটির উপর মাউস দিয়ে একবার ক্লিক করুন। এরপর দেখবেন উপরে "Uninstall" নামক একটি অপশন শো করছে। সেখানে ক্লিক করে "Yes" এ ক্লিক করলেই আপনার সেই সফটওয়্যারটি আনইন্সটল হয়ে যাবে।
ব্যাস!!! হয়ে গেলো আপনার কম্পিউটার থেকে সেই সফটওয়্যারটি ইন্সটল। এভাবেই আপনি মিনিটের ভিতর আপনার কম্পিউটার এর যেকোনো প্রোগ্রাম বা সফটওয়্যার বা এপ আনইন্সটল করে দিতে পারবেন।
No comments:
Post a Comment