সাইবার সিকিউরিটি কি?
বর্তমান বিশ্ব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিশ্ব। বর্তমান এ সময়ে বলতে গেলে ইন্টারনেট নামক জিনিসটি ছাড়া আমরা একদমই অচল। আমরা যদি ঘরে বসেই দেশের বা পুরো বিশ্বের কোনো খবরা-খবর জানতে চাই তাহলে আমাদের এ ইন্টারনেট এর আশ্রয় নিতে হবে। ফলে পুরো পৃথিবীর খবর ই বলতে গেলে আমরা জানতে পারি যখন তখন ঘরে বসেই। ইন্টারনেট এর এ জগতকে বলা হয় সাইবার জগত।
|
সাইবার সিকিউরিটি কি? |
এখন বলা যেতে পারে সাইবার সিকিউরিটি বলতে আমরা কি বুঝি? ইন্টারনেট জগতে আমরা মুহূর্তের মধ্যে সবকিছু জানতে পারলেও এ জগতেও আমাদের ব্যবহারের জন্য সতর্ক থাকতে হবে। কারণ এ জগতেও রয়েছে একদল কুচক্র যারা তাদের মেধা খাটিয়ে সেটি এ জগতে খারাপ কাজে ব্যাবহার করে। অর্থাৎ তারা চাইলে আপনার বিনা অনুমতিতেই আপনার ইন্টারনেট জগতের ব্যাবহার করা নানা কিছুর তথ্য চুরি করে ফেলতে পারে। যেমন- আপনার ফেসবুক একাউন্ট, জিমেইল ইত্যাদি নানা কিছুর জন্য যে পাসওয়ার্ড ব্যাবহার করা হয় সেগুলো সে চাইলে চুরি করে আপনার এসব একাউন্টে ঢুকে আপনার ক্ষতি করে আপনাকে হুমকির মুখে ফেলে দিতে পারে। এদেরকে বলা হয়
ব্ল্যাক হ্যাট হ্যাকার (Black hat Hacker)। অপরদিকে এদেরকে শাস্তি দেওয়ার জন্য এবং আমাদের সাধারণ মানুষদের ইন্টারনেট জগতে এসবে নিরাপত্তা প্রদান করার জন্য আরেক ধরণের গোষ্ঠী রয়েছে, যাদেরকে বলা হয়
হোয়াইট হ্যাট হ্যাকার (White Hat Hacker)। এরা মানুষের অনুমতি নিয়েই তাদের একাউন্টে ঢুকে উল্টো সেটির নিরাপত্তা বাড়িয়ে দিয়ে পুনরায় সেই লোকদের কাছে ফিরিয়ে দেয় কোনো ক্ষতিসাধন ছাড়াই।
এই সমগ্র জিনিসকেই বলা হয়
সাইবার নিরাপত্তা বা সাইবার সিকিউরিটি (Cyber Security)। অর্থাৎ এখন থেকে আমাদের প্রত্যেকেরও উচিত সাবধান ও সতর্ক হয়ে ইন্টারনেট ব্যাবহার করা।
No comments:
Post a Comment