"দেশের মানুষ বেহেশতে আছে" বলে বক্তব্য দিলেন পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের মানুষ বেহেশতে আছে- বললেন পররাষ্ট্রমন্ত্রী |
সম্প্রতি গণমাধ্যমের এক ইন্টার্ভিউ তে বৈশ্বিক মন্দার কথা কথা তুলে ধরার সময় বাংলাদেশ এর জনগণ বেহেশতে আছে বলে এমন বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন বৈশ্বিক মন্দার মধ্যে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ বেহেশতে আছে যথেষ্ট ভালো আছে।
শুক্রবার (১২ই আগস্ট ২০২২ ইং) সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পের ভূমি অধিকগ্রহণ বিষয়ক মতবিনিময় সভায় বাংলাদেশ গণমাধ্যমের কাছে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হয়ে যাবে- এটি একটি চক্র থেকে গুজব ছড়ানো হচ্ছে। তার এমন এক বক্তব্য রীতিমতো বিতর্কের সৃষ্টি করছে দেশের নানা প্রান্তে।
মতবিনিময় এ সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী, বিমান মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান, সিলেট মহানগর পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ, জেলা আওয়ামিলীগ এর সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী প্রমুখ সম্মানীয় ব্যাক্তিবর্গ।
No comments:
Post a Comment