উত্তরায় ক্রেন উল্টে প্রাইভেট কারের উপর বিআরটি প্রজেক্টের গার্ডার পড়ে ৫ জন নিহত। বেঁচে রইলেন শুধু নবদম্পতি
উত্তরায় ক্রেন উল্টে প্রাইভেট কারের উপর গার্ডার পড়ে দুই শিশুসহ ৫ জন নিহত। বেঁচে রইলেন শুধু নবদম্পতি |
বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরার পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জহিরুল ইসলাম। আজ সোমবার (১৫ই আগস্ট, ২০২২ ইং) উত্তরার জসিমউদ্দিন মোড়ে আড়ং এর সামনে এ ঘটনা ঘটে। তিনি বলেন, গাড়ি থেকে নবদম্পতি দুজনকে আহত অবস্থায় বের করে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু তাদের অবস্থা বর্তমানে ভালো হলেও পরিবারের বাকিদের হারিয়ে কান্নার জোয়ারে ভেসে গেছেন তারা এবং তাদের স্বজনরা।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস গাড়িতে চাপা পড়াদের উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে। ফায়ার সার্ভিস বলেন, ক্রেন দিয়ে গার্ডারটি তোলার সময় সেটি ছিটকে গাড়িটির উপর পড়ে যায় ফলে এমন ঘটনা ঘটে। ভারি গার্ডারটি গাড়ির উপর একদম মাঝ বরাবর পড়ায় গাড়িটি একদম থেতলে চ্যাপটা হয়ে যায়।
এছাড়াও গত ১৫ জুলাই গাজীপুরের একই প্রকল্পের "লঞ্চিং গার্ডার" এর চাপায় এক নিরাপত্তা রক্ষাকারী নিহত হন। সে দুর্ঘটনায় একজন শ্রমিক ও একজন পথচারী আহত হন।
No comments:
Post a Comment