উত্তরায় ক্রেন উল্টে প্রাইভেট কারের উপর গার্ডার পড়ে দুই শিশুসহ ৫ জন নিহত || বেঁচে রইলেন শুধু নবদম্পতি - Pc Tricks BD

Latest

Tech tricks | Pc tricks and ideas | Shortcut windows tricks | Shortcut computer tricks | Online earning | Easy online earning at home | Micro job | Freelancing | Learn Micro job and earn money | Different kinds of media and news | Cyber security | Here you will get many shortcut tech and tricks

AD BANNER 728X90

Monday, August 15, 2022

উত্তরায় ক্রেন উল্টে প্রাইভেট কারের উপর গার্ডার পড়ে দুই শিশুসহ ৫ জন নিহত || বেঁচে রইলেন শুধু নবদম্পতি

 উত্তরায় ক্রেন উল্টে প্রাইভেট কারের উপর বিআরটি প্রজেক্টের গার্ডার পড়ে ৫ জন নিহত। বেঁচে রইলেন শুধু নবদম্পতি


উত্তরায় ক্রেন উল্টে প্রাইভেট কারের উপর গার্ডার পড়ে দুই শিশুসহ ৫ জন নিহত, accident in uttara, উত্তরার জসিমউদ্দিন মোড়, উত্তরায় প্রাইভেট কারের উপর গার্ডার পড়ে ৫ জন নিহত, girder accident
উত্তরায় ক্রেন উল্টে প্রাইভেট কারের উপর গার্ডার পড়ে দুই শিশুসহ ৫ জন নিহত। বেঁচে রইলেন শুধু নবদম্পতি
উত্তরায় ক্রেন উল্টে প্রাইভেট কারের উপর গার্ডার পড়ে দুই শিশুসহ ৫ জন নিহত, accident in uttara, উত্তরার জসিমউদ্দিন মোড়, উত্তরায় প্রাইভেট কারের উপর গার্ডার পড়ে ৫ জন নিহত, girder accident in uttara
উত্তরায় প্রাইভেট কারের উপর গার্ডার পড়ে ৫ জন নিহত


আজ (সোমবার) বিকাল আনুমানিক ৩ টা - ৩ঃ৩০ এর দিকে রাজধানীর উত্তরায় এ ঘটনা ঘটে। জানা যায়, গত শনিবার বিবাহিত সদ্য নবদম্পত্তি সহ আরও ৪-৫ জনকে সাথে নিয়ে বৌভাত খেয়ে কনের শ্বশুরবাড়ি ফিরছিলেন তারা। তখন উত্তরার এক রাস্তায় উড়াল সড়কের জন্য বিআরটি দ্বারা পরিচালিত একটি ক্রেন দিয়ে রাস্তার উপরেই গার্ডার সরানো হচ্ছিলো। এমন সময় একটি প্রাইভেট কার সেখান দিয়ে অতিবাহিত হলে গার্ডার এর ভরে ক্রেন টি উল্টে গিয়ে তৎক্ষণাৎ সেই প্রাইভেট গাড়িটির উপর পড়ে যায় এবং ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু ঘটে। আরও জানা যায়, এদের মধ্যে দুটি শিশু ও রয়েছে, একজনের বয়স ৬ বছর ও অন্যজনের বয়স ২ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরার পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জহিরুল ইসলাম। আজ সোমবার (১৫ই আগস্ট, ২০২২ ইং) উত্তরার জসিমউদ্দিন মোড়ে আড়ং এর সামনে এ ঘটনা ঘটে। তিনি বলেন, গাড়ি থেকে নবদম্পতি দুজনকে আহত অবস্থায় বের করে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু  তাদের অবস্থা বর্তমানে ভালো হলেও পরিবারের বাকিদের হারিয়ে কান্নার জোয়ারে ভেসে গেছেন তারা এবং তাদের স্বজনরা।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস গাড়িতে চাপা পড়াদের উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে। ফায়ার সার্ভিস বলেন, ক্রেন দিয়ে গার্ডারটি তোলার সময় সেটি ছিটকে গাড়িটির উপর পড়ে যায় ফলে এমন ঘটনা ঘটে। ভারি গার্ডারটি গাড়ির উপর একদম মাঝ বরাবর পড়ায় গাড়িটি একদম থেতলে চ্যাপটা হয়ে যায়।

এছাড়াও গত ১৫ জুলাই গাজীপুরের একই প্রকল্পের "লঞ্চিং গার্ডার" এর চাপায় এক নিরাপত্তা রক্ষাকারী নিহত হন। সে দুর্ঘটনায় একজন শ্রমিক ও একজন পথচারী আহত হন।







No comments:

Post a Comment

কীভাবে কম্পিউটারে কোনো সফটওয়্যার ডিলিট বা আনইন্সটল করতে হয়?

 আজ আমি দেখাবো কীভাবে আপনারা আপনার কম্পিউটার এর যেকোনো এপ্স বা সফটওয়্যার অতি সহজেই আনইন্সটল করবেন নিচে পর্যায়ক্রমে বর্ণনা করা হলোঃ ১) প্রথমে...