আজ আপনাদের দেখাবো কীভাবে অতি সহজেই আপনারা সেকেন্ডের মধ্যেই কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। অর্থাৎ ছবিটি পিএনজি (PNG) করতে পারবেন।
১) প্রথমে এই লিংকে করে উক্ত ওয়েবসাইটে প্রবেশ করুন- https://www.remove.bg/
২) উপরের লিংকে ক্লিক করার পর আপনাকে একটি ওয়েবসাইটে নিয়ে যাবে। এরপর সেখানে "Upload Image" এ ক্লিক করে আপনি আপনার কম্পিউটার বা মোবাইল ফোনের যেই ছবিটির ব্যাকগ্রাউন্ড সরাতে চান সেটি সিলেক্ট করে দিন। আমি নিচে একটি ছবি দিয়ে দিচ্ছি।
![]() |
কীভাবে কোনো সফটওয়্যার ছাড়াই যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় |
৩) এরপর "Download" এ ক্লিক করলেই ছবিটি আপনার মোবাইল বা কম্পিউটার এ ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া ছবিটি সেভ হয়ে যাবে।
No comments:
Post a Comment