আজ আমি আপনাদের জন্য এমন একটি মাইক্রোজব সাইট নিয়ে এসেছি যেটির মাধ্যমে আপনি সহজেই কোনো ইনভেস্ট ছাড়া অনলাইনে ছোট ছোট কাজ করে ইনকাম করতে পারবেন। [microworkjobs.com]
মাইক্রোজব (Micro Job) বলতে বোঝায় ঘরে বসেই বিভিন্ন সাইটের মাধ্যমে ছোট ছোট কাজ করে ইনকাম করা। একে মাইক্রো ফ্রিলেন্সিং (Micro Freelancing) ও বলা হয়ে থাকে। এর জন্য আপনার কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। আপনার কাছে যদি ভালো ইন্টারনেট সংযোগ থাকে এবং মোবাইল ফোন বা কম্পিউটার সম্বন্ধে বেসিক জ্ঞান থাকে তাহলে আপনিও এই কাজ শুরু করে দিতে পারেন। কারণ এ কাজ মোবাইল বা কম্পিউটার উভয় দিয়েই করা যায়। তবে কম্পিউটারে করে সুবিধা বেশি।
আমি আপনাদের সাথে আজ যে সাইট নিয়ে আলোচনা করবো তার নাম হলো- microworkjobs.com (মাইক্রো ওয়ার্ক জবস)। এটি একটি বিশ্বস্ত ইনকামিং সাইট এবং এটি একটি বাংলাদেশি সাইট। এখানে কাজ করে আপনি ২ ডলার হলেই বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন অতি সহজেই।
যেভাবে এ সাইটে একাউন্ট খুলে কাজ করবেনঃ
১) প্রথমে এই লিংকে ক্লিক করে ওয়েব সাইটে প্রবেশ করুন- https://microworkjobs.com/?ref=106938
২) এরপর উপরে কোনায় "Sign up" এ ক্লিক করুন। বুঝতে প্রব্লেম হলে উপরে দেওয়া ছবিটি দেখতে পারেন।
৩) এরপর সেখানে আপনার নাম, জিমেইল ইত্যাদি দিয়ে একটি একাউন্ট খুলুন (যা যা তথ্য চায় সব দিয়ে দিবেন)।
৪) একাউন্ট খোলা হয়ে গেলে উপরে "JOBS" লেখা অপশনে ক্লিক করলে আপনি নানা ধরণের কাজ দেখতে পারবেন। যেমন- ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা, ইউটিউবের নানা ভিডিও দেখা, ফেসবুক পেজে লাইক দেওয়া এরকম নানা ছোট ছোট কাজ। এগুলোই মূলত আপনাদের কাজ।
বিঃদ্রঃ আপনাকে যেভাবে যেভাবে যা যা কাজ করতে বলা হয় সেই তথ্যগুলো তারা আগে থেকেই সেখানে দিয়ে থাকে। অতএব তাদের দেওয়া ইন্সট্রাকশন বা তথ্য গুলো অবশ্যই কাজ শুরু করার পূর্বে দেখে নিবেন এবং যা যা বলা হয়েছে, যেভাবে যেভাবে তাদেরকে প্রমাণসরূপ স্ক্রিনশট দিতে বলা হয়েছে সেভাবে সেভাবেই আপনারা করবেন। নতুবা আপনার কাজ তারা গ্রহণ করবে না ফলে আপনি টাকাও পাবেন না।
No comments:
Post a Comment