কিভাবে হাইড করা ফোল্ডারটি পুনরায় আবার দেখবেন-
১) হাইডকৃত ফোল্ডারটি পুনরায় দেখার জন্য স্ক্রিনের উপরে থাকা "View" অপশনে ক্লিক করতে হবে। এরপর "Hidden items" নামক অপশনে ক্লিক করতে হবে। সুবিধার্থে আমি একটি ছবি দিয়ে দিচ্ছি।-
২) এরপর আপনি যেই ফোল্ডারটি হাইড করেছিলেন সেটি ঝাপসা অবস্থায় আগের স্থানে শো করবে। এরপর সেই ফোল্ডার এর উপর পুনরায় মাউসের ডান পাশের বাটন ক্লিক করে "Properties" অপশনে ক্লিক করতে হবে।
৩) এরপর "Hidden" অপশনটি আনসিলেক্ট করে "Apply" এ ক্লিক করে Ok করতে হবে। এরপর আবার Ok করতে হবে। (Hidden অপশনের ঘরের উপর ক্লিক করলেই টিক চিহ্নটি সরে যাবে, অর্থাৎ আনসিলেক্ট হয়ে যাবে)
এভাবেই আপনারা হাইড করা ফাইলটি পুনরায় দেখতে পারবেন। ধন্যবাদ।
No comments:
Post a Comment